আইফোনে বিকাশ অ্যাপস লগইন করুন সিম কার্ড ছাড়া

আইফোন ব্যবহারকারীরা সিম ছাড়া বিকাশ একাউন্ট লগইন করতে পারেন। এই বিষয়টা অনেকেই হয়তো জানেন না। আপনার শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলে চলবে, আপনি সিম ছাড়া বিকাশ ব্যবহার করতে পারবেন।

আইফোন এর মধ্যে সিম ছাড়া বিকাশ একাউন্ট কিভাবে লগইন করবেন ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

01. প্রথমে আপনাদেরকে আইফোনের অ্যাপ স্টোর এর মধ্যে ঢুকতে হবে। তারপর বিকাশ লিখে সার্চ করবেন। ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। মোবাইলের হোম স্ক্রিন থেকে বিকাশ App ক্লিক করে ওপেন করতে হবে।

02. লগ ইন / রেজিস্টার এ বাটনটিতে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারের ঘরে যে Number লগইন করতে চাচ্ছেন সেটি টাইপ করুন। (বর্তমানে সিমটি আপনার আইফোনের মধ্যে না থাকলেও চলবে সমস্যা নেই) পরবর্তী আইকনে ক্লিক করুন।

03. একটা ইন্ট্রোডাকশন আসবে ওটা কেটে দেবেন করস ক্লিক করে। তারপর এখানে যে নাম্বারটি দিয়েছেন Seti Je মোবাইলের মধ্যে চালু অবস্থায় আছে ওই মোবাইলটি হাতে নিবেন। ফোনের ডায়াল অপশন এ যাবেন এবং *247# এ কল দিবেন। মাই বিকাশ 9 নাম্বার অপশনটির টাইপ করুন এবং সেন্ড করুন। কনফার্ম আইফোন লগইন অপশন থাকবে 7 লিখে টাইপ করুন এবং সেন্ড করুন। আপনার বিকাশের পিন নাম্বারটা দিবেন তারপর সেন্ড অপশনে ক্লিক করবেন। সাকসেসফুল লেখা আসবে ওকে ক্লিক করে বের হয়ে আসবেন। আপনার এই মোবাইলে একটিভ কোড আসবে তবে এখন না একটু পরে তার আগে যা করতে হবে...

04. আই ফোনটা হাতে নিবেন, পরবর্তী অপশনটিতে ক্লিক করবেন। দেখবেন যে একটি কোড যাবে, এখানে যেই সিম নাম্বারটা দিছে ওই নাম্বারে। কোড বসাবেন তারপর কনফার্ম করে দিবেন। তারপর বিকাশের পিন নাম্বার দিন। নাম সেট করবেন। নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ ভোটার আইডি কার্ডের অনুযায়ী। পরবর্তী option er মধ্যে ক্লিক korun ছবি সেট করার অপশন পাবেন, চাইলে সেট করতে পারেন।  না করলেও কোন অসুবিধা নেই। শুরু করুন বাটনটিতে ক্লিক করুন।

05. দেখতে পারবেন বিকাশের মধ্যে সফল ভাবে লগইন করতে পারছেন। এখন থেকে আপনারা নরমাল ভাবে বিকাশ একাউন্ট ব্যবহার করতে পারবে। লেনদেন ব্যালেন্স স্টেটমেন্ট দেখতে পারবে। সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন।